Ads

SUBSCRIBE AND FOLLOW BELOW
To unlock the download Page!

শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫

How To Fix Bluestacks Black Screen Problem

Posted By: BD Tunes - ১:৫৪ AM
অনেক সময় Bluestacks এ অনেক গেইমস যেমন Clash Of Clans, Hay Day চালাতে গেলে Black Screen এর ঝমেলায় পড়েন। পুরো ডিস্পেলে কালো হয়ে থাকে। সেই সমস্যা থেকে মুক্তি পাবার জন্য আজকে আমার এই পোস্ট!
তো চলুন শুরু করা যাক। 


প্রথম ধাপ:

  • এখান থেকে Bluestacks  অফলাইন ভার্শন টি নামিয়ে নিন।
  • এবারে ইনষ্টল করুন।
  • ইনষ্টল করা হয়ে গেলে Bluestacks ওপেন হবে।
  • ক্লোজ করে দিন।

দ্বিতীয় ধাপ:

      # এবার শুরু হবে মেইন কাজ

  • Start এ যান। তারপর  REGEDIT লিখে সার্চ করুন।
                           


  • REGEDIT এ ক্লিক করুন। পপ আপ হবে। ইয়েস দিন।
  • এবারে নিচের মেনুর মত জিনিস পাবেন।
  • এবারে HKEY LOCAL MACHINE এ ক্লিক করুন।
  • তারপর SOFTWARE এ ক্লিক করুন।
  • তারপর Bluestacks এ ক্লিক করুন।
  • তারপর Guests এ ক্লিক করুন।
  • তারপর Android এ ক্লি করুন।
  • এবারে ডান পাশ থেকে Memory তে রাইট বাটন ক্লিক করুন। তারপর Modify এ ক্লি করুন।
  • এবারে Decimal এ ক্লিক করে Value Data ৫০০ দিন। তারপর ওকে দিয়ে বের হয়ে আসুন।
          

সব কাজ শেষ। এবারে যেকোনো গেইমস চালান। কোনো কালো ডিস্পেলের সমস্যায় পড়বেন না গ্যারান্টি!!



আর কোনো সমস্যায় পড়লে আমার ফেইসবুকে কানেক্ট দিতে পারেন। technobd.cse.(ধন্যবাদ ভালো থাকবেন সবাই,আর ভুল হলে মার্জনা করবেন)


About BD Tunes

Hi, My Name is Hafeez Ullah Khan. I am a webdesigner, blogspot developer and UI designer. I am a certified Themeforest top contributor and popular at JavaScript engineers. We have a team of professinal programmers, developers work together and make unique blogger templates.

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Ads

Copyright © 2015 All Rights Reserved

Designed by bdtunes | Distributed By Gooyaabi Templates

Templatezy