Ads

SUBSCRIBE AND FOLLOW BELOW
To unlock the download Page!

বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬

SEO কি, কেনো করবেন,SEOদিয়েই ক্যারিয়ার বিল্ডআপ করুন

Posted By: BD Tunes - ১০:৪২ AM

                                  SEO
                                SEO দিয়েই ক্যারিয়ার বিল্ডআপ করুন !! 
seo এর চিত্র ফলাফল
SEO
আসসালামুয়ালাইকুম ,কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন!অনেক দিন পর আমি হাজির হলাম খুব গুরুত্ত পূর্ণ একটি পোষ্ট নিয়ে,আশা করি সবাই উপকৃত হবেন।
আজকের টপিক হলো SEO।মুলত একদম নতুন দের জন্য । যারা SEO সম্পর্কে শিখতে আগ্রহী।

                     *SEO কি?
                     *SEO কেন?
                     *SEO এর বর্তমান চাহিদা !
                     *আয়ের উপায়।

seo এর চিত্র ফলাফলSEO কি

সহজ ভাষায়ে SEO হল – গুগল এ সার্চ দেয়ার পর বায়ার এর বা নিজের ওয়েবসাইট কে গুগল এ রাঙ্কিং এ আনা ।বা বায়ার অথবা নিজের ওয়েবসাইট কে বেপক ভাবে visitor দর্শক এর কাছে প্রচার করা।বা জনপ্রিয় করে তুলা। এর জন্য অভ্যন্তরীণ যাবতীয় কাজকে SEO  বলে।

কারা শিখতে পারেন SEO?

>যেকেউ এ কাজটি শিখতে পারেন। এটি শিখা তুলনমূলক সহজ।
বর্তমানে SEO করে অনেকে টাকা উপার্জন করা যায়। SEO ভাল করে করে শিখলে ১০০ থেকে ৫০০ ডলার ইনকাম করা সম্ভব।
>এই ক্ষেত্রে খুভ ভাল ইংলিশ জানার প্রয়োজন হয় না।ওয়েব সম্পর্কে একটু ধারনা থাকলেই হবে।
>এটি শিখতে বেশি সময়ের প্রয়োজন হয় না ২ থেকে ৩মাসে সম্পূর্ণ রুপে এস ই ও সম্পর্কে ধারনা পাওয়া যায়।
সুবিধাঃ
ঘরে বসে সম্পূর্ণ SEO শিখতে মাত্র ৫০০ থেকে ২০০০ এর মধ্য শিখতে পারেন ।তাছারা Advance level এর কাজ upWork ,freelancer এই ওয়েব সাইটে ওয়ার্ক স্কিল এর পরীক্ষা  ২০০ থেকে ৩০০ টাকা দিয়ে  পাস  করে দেওয়া যাবে।

seo এর চিত্র ফলাফলSEO এর বর্তমান চাহিদাঃ

বর্তমানে দেশে বিদেশে এস ই ও এর চাহিদা ব্যাপক ভাবে ছরিয়ে পরেছে।তাই বলা চলে ওয়েব সাইটের চালিকা শক্তি হচ্ছে এস ই ও।বিশ্বে বর্তমান প্রযুক্তি নিরভর ও ব্যবসায়িক চাহিদা বেশি।তাই E-commerce এর ব্যপক প্রসারতা পেয়েছে শুধু মাত্র এস ই ও এর কারনে ।আর একজন ফ্রিল্যাসার
 তার মার্কেটপ্লেস যেমনঃUpwork,Elance, এর চাহিদা ব্যপক ।বর্তমানে একজন দক্ষ সার্চ ইঞ্জিন অপ্টিমাইজার মাসে প্রায় ১০০-১০০০ US ডলার উপার্জন করসে অনেক বাংলাদেশি ।ক্ষেত্র বিশেষে এর চেয়েও আরো বেশি ইনকাম করা যায়।
                                                                                                           
আয়ের উপায়ঃ                               

seo এর চিত্র ফলাফলSEO এর মাধ্যমে আয়ের বিভিন্ন উপায় আছে।একটি সাইট কে কিভাবে SEO করে ব্যপক পরিমান ভিজিটর আনা সম্ভব।যখন ভিজিটর এর আনা গনা বারবে তখন বিভিন্ন অ্যাড দিয়ে পন্য বিক্রয় করতে পারবেন ।তাছার বিজ্ঞাপন দিয়ে আয় করার জনপ্রিয় উপায় হল  google Adsence।তাছারা এস ই ও এর কাজ পাওয়া যায় যেমনঃ Keyword Reccharch,Backlinking,On page Optimization,Off page optimaization,Article Writing etc,,,,.
এস ই ও করতে যা প্রয়োজন হবেঃ
১।কম্পিউটার বা ল্যাপটপ
২।ইন্টেরনেট সংযোগ
৩।কম্পিউটার চালানোর নূন্যতম দক্ষতা
৪।একটি ওয়েব সাইট বা ব্লগ সাইট,(যদি চান তাহলে ব্লগ বা ওয়েব খুলে দিতে পারেন)
৫।বিবিন্ন ওয়েব সাইট এর অ্যাকাউন্ট খোলার দক্ষতা।

seo এর চিত্র ফলাফলSearch Engine এর পরিচিতিঃ              


আমারা সবাই সার্চ ইঞ্জিন সম্পর্কে কম বেশি সবাই জানি ।সার্চ ইঞ্জিন এর উদাহরণ সরুপ বলা যায় Google,Yahoo,bing ask ইত্যাদি ।এগুলোর মধ্য জনপ্রিও হল google.আমারা গুগল এ যা কিছু লিখি না কেন,গুগল আমদের সাথে সাথে রেজাল্ট দিয়ে দেয়,সার্চ ইঞ্জিন এ keyword এবং সার্চ দেওয়ার পর যা ফলাফল আসে তা হল search resultKeyword Research এর keyword এবং On page Optimization,Off page Optimization, সম্পর্কে এর পরে আর বিস্তারিত জানবো। আজকে এ পরযন্তই।আর আরো কিছু জানতে আগ্রহী থাকলে কমেন্ট করতে ভুল করবেন না আর সাথেই থাকবেন ধন্যবাদ।
                                                                                                               

                                                                                                                               posted by :Tariqul Islam




About BD Tunes

Hi, My Name is Hafeez Ullah Khan. I am a webdesigner, blogspot developer and UI designer. I am a certified Themeforest top contributor and popular at JavaScript engineers. We have a team of professinal programmers, developers work together and make unique blogger templates.

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Ads

Copyright © 2015 All Rights Reserved

Designed by bdtunes | Distributed By Gooyaabi Templates